নীল বণিক
নারদাকাণ্ডের পুনর্নির্মান করতে এবারে কলকাতা পুরসভায় সিবিআইয়ের আধিকারিকেরা। শুক্রবার সকালে পুরসভার মেয়রের চেম্বারে যান কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা। নারদা কাণ্ডে এই চেম্বার থেকেই ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেন শোভন চট্টোপাধ্যায়। ঠিক কি ভাবে সেই টাকা নিয়েছিলেন শোভন, সেই ঘটনার পুনর্নির্মান করেন তদন্তকারী অফিসারেরা। পুরো ঘটনাটি ভিডিও ফটোগ্রাফি করে রাখেন সিবিআইয়ের আধিকারিকেরা। এমনকি সেই দিনের ভিজিটিং লিস্টও পরীক্ষা করেন তদন্তকারী অফিসারেরা। মেয়রের ঘরের বাইরে বসে থাকা পুরসভার এক কর্মচারীকেও প্রাথমিক ভাবে কিছু প্রশ্ন করেন তাঁরা। যদিও এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়।
অপরদিকে, কলকাতা পুরসভায় এভাবে তদন্ত হওয়ায় এই দিনটিকে ‘কালো দিন’ হিসেবেই দেখছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, এই চেয়ারে এক সময় দেশের স্বাধীনতা সংগ্রামীরা বসেছিলেন, সেই চেয়ারে বসেই আজ সিবিআইয়ের জেরার সম্মুখীন হলেন শোভন চট্টোপাধ্যায়! এর থেকে লজ্জার আর কি হতে পারে বলেও মন্তব্য করেন প্রাক্তন মেয়র।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan