নিজস্ব সংবাদদাতা
কার্তি চিদম্বরমের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আইএনএক্স কান্ডে তাঁকে জড়িয়ে ইডির সিদ্ধান্ত খারিজ করতে সোমবারই আদালতে আপিল করেছিলেন কার্তি। এদিকে, কার্তিকে আরও ৩দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিল সিবিআই কোর্ট। আইএনএক্স মিডিয়া কান্ডে অভিযুক্ত সংস্থার ডিরেক্টর পিটার মুখার্জিকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এই ঘটনায় তৎকালীন অর্থমন্ত্রকের চার অধিকারিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। দু’দিন আগেই ঘটনায় কার্তি চিদম্বরমের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রানী মুখার্জিকে। সূত্রের খবর, ইন্দ্রানী বলেছেন তিনি কার্তির সংস্থায় ১০ লক্ষ ডলার দিয়েছিলেন। সোমবার ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এই ঘটনায় দিল্লির এক আদালত ইন্দ্রানীকে আরও ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। প্রসঙ্গত পি চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর পুত্র কার্তি চিদম্বরম আইএনএক্স মিডিয়ায় বেআইনিভাবে ৩০৫ কোটি টাকার বিদেশি লগ্নি নিয়ে আসেন বলে অভিযোগ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan