নীল বণিক:
সিবিআইকে সরাসরি কোনও দিতে পারবে না অ্যাপেল। বিদেশ মন্ত্রকের তরফে তথ্য চেয়ে আর্জি জানাতে হবে। মঙ্গলবার অ্যাপেল হেডকোয়ার্টার্স থেকে সিবিআইকে এই তথ্য জানানো হয়। নারদ কান্ডে ম্যাথুর আই ফোনে ফোনের তথ্য জানতে চেয়ে মার্কিন সংস্থা অ্যাপেলকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। তারপরই সংস্থার তরফে জানানো হয় নিয়ম অনুযায়ী বিদেশ মন্ত্রকের তরফে এই আবেদন জানাতে হবে। তবেই তথ্য দিতে পারবে অ্যাপেল। সূত্রের খবর অ্যাপেলের লেখা চিঠি নিয়ে খুব শীঘ্রই বিদেশ মন্ত্রকের দারস্থ হবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ম্যাথুর ফোনের তথ্য পেতে দেরি হলে নারদ কান্ডের রহস্য আরও জটিল হয়ে উঠতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan