নিজস্ব প্রতিনিধি :
ভোটের আগেই বড় চমক মোদি সরকারের। সাধারন মানুষের কাছে কমদামে ওষুধ পৌঁছে দিতে এক অভিনব পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। পরিবার কল্যাণমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক ও অর্থমন্ত্রকের কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটি মাষ্টার প্ল্যান তৈরি করেছেন। যার নাম দেওয়া হয়েছে ‘অমৃত’। দেশজুড়ে অমৃতের নামে দোকান খুলবে সরকার। এখান থেকেই কমদামে ওষুধ কিনতে পারবেন দেশের আমজনতা। অমৃত র দোকান থেকে সব ওষুধ, বিশেষ করে জীবনদায়ী ওষুধ ৫০% রও বেশী কম দামে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। কম দামে পাওয়া যাবে ক্যানসারের ওষুধও। এছাড়াও সার্জিকাল জিনিসও অনেক কম দামে পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জেনেটিক কোড সহ বিভিন্ন ব্রান্ডেড ওষুধ পাওয়া যাবে এই অমৃত শপ থেকে। প্রথমে দেশের বড় শহর গুলিতে এই অমৃত শপ খোলা হবে। পরে জেলাতেও খোলা হবে অমৃত শপ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan