প্রসেনজিত ধর :
ফাইনান্স কোম্পানীর বাউন্সারের হাতে চরম হেনস্তার শিকার আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাই বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে,
চুঁচুড়া খাদিনামোরে একটি স্কুলে আবৃত্তির কর্মশালায় যোগ দিতে যাচ্ছিলেন ব্রততী। দিল্লী রোডে দির্ঘাঙ্গী মোড়ের কাছে হঠাৎ তাঁদের গাড়ি আটকায় অন্য একটি গাড়ি।সাত আট জন বাউন্সার নেমে এসে ব্রততীর গাড়ির চালককে নামিয়ে নেয়। দু মাসের ইএমআই বাকি পড়ায় মাঝরাস্তা থেকেই গাড়ি তুলে নিতে চায় ফাইন্যান্স কোম্পানীর বাউন্সাররা।ঘটনায় হতবাক শিল্পী নিজের পরিচয় দিয়ে বলেন যা করার আইন মোতাবেক করতে। কিন্তু কথা না শুনে চালককে আটকে রেখে গাড়ি নিয়ে নেওয়া হয়। ব্রততীকে চুঁচুড়ায় পৌঁছে দিয়ে গাড়ি ভদ্রেশ্বরের একটি পার্কিং- এ রেখে দেয় ফাইন্যান্স সংস্থার লোকেরা। বিষয়টি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়কে জানান ব্রততী। তাঁর মধ্যস্থতার পর পুলিশ ভদ্রেশ্বর থানা এলাকার পার্কিং থেকে গাড়িটিকে শ্রীরামপুর থানায় নিয়ে আসে। জানা গিয়েছে ব্রততীর পিসতুতো ভাই প্রশান্ত ঘোষ এই গাড়িটি মাহিন্দ্রা ফাইন্যান্স থেকে লোন করে কিনেছিলেন। দু’মাসের ই এম আই বাকি পড়ায় এভাবে হেনস্থা হতে হয় তাঁদের। তবে প্রশ্ন উঠছে, ইএমআই বাকি পড়লে কোনও নোটিস ছাড়াই এভাবে মাঝরাস্তা থেকে গাড়ি তুলে নিতে পারে কী ফাইন্যান্স কোম্পানী!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan