চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-
নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্র মেলে তার। মঙ্গলবার আবারও তাঁকে তলব করেছে ইডি। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, কুন্তল যে টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন, অভিনেতা তা ইডি-কে ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার সল্টলেকে ইডির সিজিও কমপ্লেক্সে প্রথম বার হাজিরা দেন বনি। তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে বাইরে বেরিয়ে বনি দাবি করেন, কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয় ২০১৭ সালে। সেই পরিচয়ের সূত্রেই তাঁদের মধ্যে ছবি তৈরি নিয়ে কথা হয়। কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদে কোনও অগ্রিম না নিলেও, বনির দাবি, কুন্তল তাঁকে একটি বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলেন। যার দাম ৩৫-৪০ লাখ টাকা। বনির আরও দাবি, ছবি তৈরি না হলেও, তিনি কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে হাজিরার পারিশ্রমিকেই সমস্ত হিসাব মিটিয়ে দেন।
তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ওই বিলাসবহুল গাড়ির দামই বনি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও এ ব্যাপারে ইডির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।বনি জানান, ‘‘এখনই এ ব্যাপারে কিছু বলতে পারব না। দুঃখিত।’’
ইডি সূত্রের খবর, কুন্তলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০১৭ সালের পর থেকে কয়েক কোটি টাকা জমা পড়েছিল। তদন্তকারীদের সন্দেহ, তা নিয়োগ দুর্নীতির টাকা হয়ে থাকতে পারে। কেন্দ্রীয় সংস্থার আরও দাবি, সেই টাকা অন্তত ৫০টি অ্যাকাউন্টে সরানো হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, একই ভাবে বনির গাড়ির জন্যও টাকা দিয়েছেন কুন্তল। যদিও বনি পরে সেই গাড়ি বিক্রি করে আর একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন।
ই়ডি সূত্রে দাবি, কুন্তল একটি স্টুডিয়ো তৈরির পরিকল্পনাও করেছিলেন। সেই সম্পর্কেও বনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে সংবাদমাধ্যমের কাছে বনি স্বীকার করেন, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের ‘জড়িত থাকা’র ব্যাপারে তিনি কিছুই জানতেন না। বনি বলেন, ‘‘বিনোদন জগতে এ ভাবে অতীত ঘেঁটে কাজ করা সম্ভব নয়।’’ বনির মা পিয়া সেনগুপ্তও জানান, বিনোদন জগতের লোকেরা অনুষ্ঠান করে টাকা আয় করেন। এটাই তাঁদের রুজিরোজগার। বনিও তা-ই করেছেন।
প্রসঙ্গত, সারদাকাণ্ডে অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও টাকা ফেরত দিতে দেখা গিয়েছিল। এক সময় সারদার মালিকানাধীন টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন মিঠুন। তার জন্য তিনি যা পারিশ্রমিক বাবদ সব মিলিয়ে যা পেয়েছিল, সেই পরিমাণ টাকার একটি ড্রাফ্ট ইডির হাতে স্বতঃপ্রণোদিত ভাবে তুলে দিয়েছিলেন তিনি। এখন দেখার, নিয়োগ দুর্নীতি মামলাতে বনিও সেই পথে হাঁটেন কি না।