নীল বণিক :
বিজেপির যেন বোমার সিরিজ চলছে!
একা মুকুলে রক্ষা নেই এবার বিজয়বর্গীয় দোসর।
সপ্তাহের শুরুতে ফের শাসকদলকে অস্বস্তিতে ফেলতে দুর্নীতির দস্তাবেজ নিয়ে প্রস্তুত বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি প্রকাশ করতে চলছে রাজ্য বিজেপি। তাও আবার একদম নথিপত্র সমেত। রাজ্য বিজেপির সদর দফতরে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরের বিরুদ্ধে নথি সমেত দুর্নীতির তথ্য প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। শুধু ফিরহাদ হাকিমের দফতর নয়, বিজেপির তালিকায় আছে পঞ্চায়েত দফতরও। দুই দফতরের বিরুদ্ধে কামান দাগার খবর ইতিমধ্যেই পৌছেছে তৃণমূল ভবনে। শাসক দলের দুই হেভিওয়েট নেতাও এই খবরে চরম অস্বস্তিতে রয়েছেন বলে খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan