ওয়েব ডেস্ক:
পুলিশের সামনেই হেনস্থা করা হল বিজেপি প্রার্থীকে। বৃহস্পতিবার পুলিশের সামনেই বিজেপি প্রার্থী জন বারলাকে হেনস্থা করল তৃণমূল সমর্থকেরা। এমনকি তাঁর ব্যক্তিগত সহযোগীর মোবাইল ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
গেরুয়া শিবিরের অভিযোগ, এদিন সোলখাপাড়া-নাগরাপাড়ার ১৬১-১৬২ নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে শুনে দলের কয়েক জন সদস্যকে নিয়ে নিজের বুথে যান বিজেপি প্রার্থী৷ সেখানে গিয়ে দেখেন, ইভিএম-এ তৃণমূল ছাড়া বাকি অন্যান্য দলের প্রতীকগুলিতে সাদা কাগজ লাগানো৷ প্রিসাইডিং অফিসারকে বলে সেই কাগজ খোলার ব্যবস্থা হলেও তৃণমূলের আক্রমণের মুখে পড়তে বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীদের।
এক স্থানীয় বিজেপি নেতা বলেন, ‘পুলিশের সামনেই আমাদের দলের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে৷ তিন-চারজন আহত হয়েছেন৷ প্রার্থীকেও হেনস্থা করা হয়েছে৷’ তাঁর বক্তব্য, ‘কমিশনকে অভিযোগ জানিয়েছি৷’ ওই নেতা আরও অভিযোগ করেন, ‘বুথে যাওয়ার আগে পুলিশকে জানিয়ে যাই, কিন্তু পুলিশ বা কমিশন কেউই আমাদের পাশে দাঁড়ায়নি৷’ গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷