নিজস্ব সংবাদদাতা
বামফ্রন্টের পঁচিশ বছরের লালদূর্গ ত্রিপুরায় এবার গেরুয়া উত্থান। মোদির ‘চলো পাল্টাই’ জোয়ারে ত্রিপুরায় ভেসে গেল বামফ্রন্টের ভিত। সাম্প্রতিক আপডেট অনুযায়ী বিজেপি এগিয়ে ৪০টি সিটে। সকাল থেকেই পরিবর্তনের ট্রেন্ড চোখে পড়েছে ত্রিপুরার গণনায়। শুধু আসনেই নয়, এবার নির্বাচনে বিজেপির ভোট শেয়ার ৫০%। গতবারের নির্বাচনের তুলনায় যা ৪৮% বেশি। ত্রিপুরায় মানিকের তুলনায় ভোটাররা যে মোদির ‘হিরা’ই পছন্দ করেছেন তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে। বিজেপির জোয়ারে পিছিয়ে পড়েছেন মানিক দেবের মতো নেতারাও। ধানপুর থেকে পিছিয়ে রয়েছেন মানিক সরকার। বিজেপির ‘বিকাশ’ নীতির কাছে হার মানতে হল বামফ্রন্টকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan