নিজস্ব সংবাদদাতা :
২৪ ফেব্রুয়ারি কলকাতায় পঞ্চায়েত সম্মেলন করবে বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রণকৌশল তৈরি করতে ২৫০জন রাজ্য বিজেপির সদস্যকে ট্রেনিং দেবেন বিজেপির সর্বভারতীয় নেতারা। তৃণমূল ক্যাডারের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করার ‘লাইন অফ অ্যাকশন’ বাতলে দেবেন তাঁরা। সেই কৌশল শিখে বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চায়েত সম্মেলনে প্রশিক্ষণ দিতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও উপস্থত থাকবেন বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news