নীল বণিক
রাজ্য সরকারের সঙ্গে মোর্চা সমর্থকেরা বৈঠকে বসবেন কি না, সেবিষয়ে আলোচনা করতেই কোর কমিটির বৈঠকের ডাক দিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। সূত্রের খবর, আগামী ২২ অথবা ২৩ শে অগাস্ট কোর কমিটির বৈঠক করতে পারেন তিনি। রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসলে পৃথক গোর্খাল্যান্ড ছাড়া অন্য কোন কোন বিষয়ে প্রস্তাব রাখা হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করতে চান মোর্চা সুপ্রিমো। এমনকি দলের পরবর্তী রণকৌশলও ঠিক করা হতে পারে এই বৈঠকে। দলের কোর কমিটির সঙ্গে কথা বলে তবেই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে চাইছেন মোর্চা সুপ্রিমো। ইতিমধ্যেই দলের নেতাদের জানানো হয়েছে যে, কার্শিয়াংয়েই কোর কমিটির বৈঠক হবে। তবে, পুলিশের অভিযানের কথাও মাথায় রাখছেন তিনি। আর সেই কথা ভেবেই বৈঠকের স্থান পরিবর্তনও করতে পারেন মোর্চা সুপ্রিমো। দলীয় সূত্রের খবর, টানা বনধের রণকৌশলে দলের নেতাদের মনোভাবের কথাও জানতে চাওয়া হতে পারে এই বৈঠকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন