নিজস্ব প্রতিনিধি :
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে শেষ দিন পর্যন্ত যাঁরা তাঁর অনশনের সঙ্গী ছিলেন, তাঁদের মধ্যে একজন বিজয় উপাধ্যায়। আর একজন ছিলেন আভাষ মুন্সি। অনশন পর্বের পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। জমি আন্দোলনে মমতার পাশে যাঁদের দেখা যেত তাঁদের অনেকেই এখন মমতার থেকে অনেক দূরে।সমীর পূততুণ্ড, সুনন্দ সান্যাল, আভাষ মুন্সিদের শূন্যস্থান পূরণ করেছেন মুনমুন সেন, সন্ধ্যা রায়, দেব প্রমুখ। বিজয় উপাধ্যায় এখন অবশ্য তৃণমূলে। কলকাতা কর্পোরেশনের সদস্য। এক সময় সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি ছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠরা মনে করেন তৃণমূল যোগ্য মর্যাদা দেয়নি। তাঁর দল তাঁকে মর্যাদা দিক বা না দিক রাজ্যের সংখ্যালঘুদের একটি বড় অংশ তাঁকে মনে রেখেছে। আজান মামলায় তিনি সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে জেল খেটেছিলেন। স্বীকৃতি স্বরূপ মাদ্রাসা শিক্ষক-ছাত্র সংগঠন তাঁকে সম্মানিত করল, দিন কয়েক আগে, বারাসাতে। সাংসদ ইমরান হাসান, পীরজাদা ত্বহা সিদ্দিকি ও মাদ্রাসা সংগঠনের মহঃ কামারুজ্জামানের উপস্থিতিতে এই বিশেষ সম্মান পেয়ে দৃশ্যতই খুশি বিজয়। বললেন, এই রাজ্যের সংখ্যালঘুরা আমায় জানেন, আমিও ওঁদের জানি। সুখে-দু:খে আমরা পরস্পরের বন্ধু। (সঙ্গের ছবিতে ইমরানের থেকে মানপত্র নিচ্ছেন বিজয়। উপস্থিত রয়েছেন ত্বহা সিদ্দিকি, কামারুজ্জামান প্রমুখ। )