নীল বণিক :
কিষানজির মৃত্যু নিয়ে এবার মুখ খুলতে চলেছেন ভারতী ঘোষ। বর্তমানে ভারতী ঘোষ রাজ্যের বাইরে অাছেন। কলকাতায় পা রাখবার পরেই কিষানজির মৃত্যু নিয়ে রাজ্যের বিরুদ্ধে প্রথম বোমা ফাটাবেন। জঙ্গল মহলে কিভাবে কিষানজিকে ভুয়ো সংর্ঘষে মারা হয়েছিল তার সব তথ্য প্রমান তুলে ধরবেন। ভারতী ঘোষ নয় বলছেন দিলীপ ঘোষ। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা জানান। তিনি বলেন, “উনি অনেক তথ্য সামনে অানবেন। শুধু সময়ের অপেক্ষা।
তথ্য সামনে অাসতে পারে জেনেই রাজ্য সরকার তার মুখ বন্ধ করতে চাইছে। তাই প্রতিদিন ভারতী ঘোষের বাড়িতে মুখ্যমন্ত্রী পুলিশ পাঠাচ্ছেন। কিন্তু তাতে কোনও কাজ হবে না।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan