নীল বণিক :
ভারতী ঘোষের নতুন সম্পত্তির হদিশ পেল ভবানী ভবনের গোয়েন্দারা। সিআইডি সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের পাশে পশ এলাকায় একটি বহুতলে একটি পুরো ফ্লোর ভারতী ঘোষের নামে রয়েছে। ২০০২ সালে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার এই ফ্ল্যাটটি কেনেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর বহুতলটিতে ইতিমধ্যেই ঘুরে এসেছেন সিআইডির কর্তারা। তালা বন্ধ ফ্লোরটিতে তল্লাশি চালানর জন্য প্রোয়জনীয় নথিপত্র বানানোর কাজ শুরু করেছেন তদন্তকারীরা। যাঁর কাছ থেকে ভারতী ঘোষ বহুতলের এই বিশাল ফ্ল্যাটটি কিনেছেন তাঁকেও জেরা করতে চায় সিআইডির কর্তারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan