নিজস্ব সংবাদদাতা :
রাজধানী দিল্লিতেই লুকিয়ে রয়েছেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁর কললিস্ট চেক করে এব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। দিল্লিরই এক প্রভাবশালী নেতার সাহায্যেই তিনি আত্মগোপন করে রয়েছেন বলে জানতে পেরেছে সিআইডি। ওই নেতা ভারতীকে তাবড় আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করাচ্ছেন বলেও জানা গিয়েছে। ভারতীকে ধরতে আপাতত সিআইডি কর্তারা ঘাঁটি গেড়েছেন দিল্লিতে। তাঁদের নিশানায় রয়েছে বাংলার এক প্রভাবশালী বিজেপি নেতা। তাঁর দিল্লির বাড়ি নজরে রেখেছে গোয়েন্দারা। ভারতী ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ বহু পুরোনো বলে জানা গিয়েছে। ভারতী ঘোষকে ধরতে জাল প্রায় গুটিয়ে এসেছে বলে মনে করছে সিআইডি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan