প্রসেনজিত ধর
হাওড়ার বেলুড় মঠে এলেন আরএসএস প্রধান মোহন ভগবত। শুক্রবার সকালে তিনি বেলুড় মঠে আসেন। সেখানে তিনি ঘুরে দেখেন। দেখা করেন স্বামী স্মরণানন্দজী মহারাজের সঙ্গে। এই প্রসঙ্গে বেলুড় মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দজী মহারাজ জানিয়েছেন মোহন ভাগবতের সঙ্গে বেলুড় মঠের দীর্ঘদিনের সম্পর্ক। কলকাতায় এলে তিনি সম্ভব হলে বেলুড় মঠে আসেন। তিনি এদিন সকাল পৌনে ৯টা নাগাদ বেলুড় মঠে আসেন। এসে বেলুড় মঠ ঘুরে দেখেন। তিনি ঠাকুরের মন্দির, বিবেকানন্দের শয্যাগৃহ, রামকৃষ্ণ মিউজিয়াম ঘুরে দেখেন। এরপর তিনি দেখা করেন প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে। সেখানে মোহন ভগবতকে উপহারস্বরূপ দেওয়া হয় মঠের প্রসাদী শাল, বিবেকানন্দের লেখা বই, মহারাজের নিজের লেখা বই। সেখানে মহারাজকেও উপহারস্বরূপ দেওয়া হয় আরএসএস-এর উপর রচিত গ্রন্থ।
সুবীরানন্দজী জানিয়েছেন, সঙ্ঘের অনেক সদস্যের সঙ্গে তাঁদের ঘনিষ্ট সম্পর্ক আছে। কেউ কেউ আবার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ্যদের কাছে সন্ন্যাস ধর্ম দীক্ষাও নিয়েছেন।