Breaking News
Home / TRENDING / বেলঘড়িয়া এক্সপ্রেস জুড়ে উচ্ছেদ, পুলিশের সামনেই চলল লুটপাট

বেলঘড়িয়া এক্সপ্রেস জুড়ে উচ্ছেদ, পুলিশের সামনেই চলল লুটপাট

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক-
আজ কলকাতা বিমানবন্দর ( Airport) সংলগ্ন এলাকা, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের (Belghoria Expressways) জুড়ে উচ্ছেদ ঘটনা, যেখানে দর্শকের ভূমিকায় থাকলো পুলিশ। শুধু তাই নয়, উচ্ছেদ চলাকালীন পুলিশের সামনে চলল অবাধে লুটপাট।

প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসের মালঞ্চ থেকে শুরু হয় উচ্ছেদ প্রক্রিয়া।পুলিশ সূত্রে খবর, গোটা বেলঘড়িয়া এক্সপ্রেস জুড়ে এই উচ্ছেদ হবে, তুলে দেওয়া হবে সমস্ত দোকান।

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে রাস্তা বাড়ানোর জন্য এই উচ্ছেদ করা হচ্ছে। আর উচ্ছেদের কাজ শেষ হলেই ,শুরু হবে রাস্তা বাড়ানোর কাজ, তাতে তৈরি হবে সার্ভিস রোডও।

দুই পাশে রাস্তা বাড়ানোর জন্য সবচেয়ে বড় বাধা ছিল রাস্তার ধারে থাকা এই দোকানগুলি। প্রথমে, সেই দোকান গুলো তুলতে বাধা দেওয়া হয় ও যার ফলে সরকারকে যেতে হয় আদালতে। আদালত থেকে উচ্ছেদের নির্দেশ আসার পর তৎপর হয় পুলিশ প্রশাসন।

আদালতের দেওয়া নির্দেশের পর, প্রথমে পাঠানো হয় নোটিশ , করা হয় মাইকিংও, তা সত্ত্বেও সরকারের এই নির্দেশ মানতে অস্বীকার করেন স্থানীয় দোকানদার। অবশেষে তারা না সরায় আজ থেকে শুরু হলো উচ্ছেদের কাজ।

তবে উচ্ছেদের ফলে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে বহু ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে বেলঘড়িয়া এক্সপ্রেস এর ধারে চলছিল তাদের ব্যবসা। হঠাৎ এই উচ্ছেদের নির্দেশের ফলে রুজি রুটি হারাবেন তারা।

নিজেদের একমাত্র পেশা এই ব্যবসা উচ্ছদের ফলে কান্নায় ফাটালেন অভিযোগকারীরা। নতুন করে রাস্তা তৈরির পর, তারা আবার নিজেদের পেশায় ফিরতে পারেন।

Spread the love

Check Also

রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সব লোকাল ট্রেন বাতিল ? দেখে নিন নতুন টাইমটেবিল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- রবিবার রাত ১২ টা থেকে থেকে রাত ১১ টা ৫৯ মিনিট …

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে মোদিকে তোপ বোন প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রা সোনিয়া পুত্র রাহুলের, খারিজ হয়ে গিয়েছে …

আধার কার্ডের সঙ্গে প্যানের যুক্তিকরণ শেষ ? জানেন আর কত দিন করতে পারবেন ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ডের যুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *