নীল বণিক :
কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র চাপে মালদা ছেড়ে মুর্শিদাবাদে পালাতে শুরু করেছে জাল নোটের কারবারীরা। কয়েকদিন আগেও মালদার বৈষ্ণনবপুর, কালিয়াচক, হবিবপুর সহ গোটা জেলার সীমান্তে বাংলাদেশী পাচারকারীরা সক্রিয় ছিল। কিন্তু এনআইএর অভিযানে জাল নোটের কারবারিরা বর্তমানে কোণঠাসা। টানা ধরপাকড়ে বাধ্য হয়ে জাল নোটের কারবারীরা মালদার মাটি ছাড়তে বাধ্য হচ্ছে। তবে এখন তারা বেশিরভাগ মুর্শিদাবাদের জলঙ্গী, সূতি, ডোমকলের মাটিতে ঘাঁটি গেড়েছে। বেনামে বাড়ি ভাড়া করে জাল টাকার নোট কারবারীরা বসবাস শুরু করেছে। নদীয়ার করিমপুর, তেহট্ট, থানারপাড়া থানা, হাঁসখালি,পলাশিপাড়া সহ বেশ কিছু জায়গায় জাল নোটের কারবারিরা অাত্মগোপন করে অাছে। এইসব জাল নোট কারবারিদের এখন দ্রুত গ্রেফতার করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নদীয়া, মুর্শিদাবাদের জাল নোটের কারবারিরা নতুন সাংকেতিক ভাষাতে কথা বলছে। তাই তাদের সম্বন্ধে বিস্তারিত তথ্য পেতে অসুবিধে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan