নীল বণিক
মুকুল আতঙ্ক গোটা তৃণমূল জুড়ে। রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে জেলা সফরের ইঙ্গিত আগেই দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া ও জঙ্গলমহলে বেশ কিছু জায়গাতে মুকুল অনুগামীরা তাঁকে স্বাগত জানিয়ে পোস্টর লাগানোর কাজ শুরু করেছেন। আর এতেই কাল ঘাম ছুটেছে তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দোপাধ্যায়ের। তৃণমূল সূত্রের খবর, চলতি মাসেই ডায়মন্ড হারবারের সাংসদ জেলা সফর শুরু করছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গের সব জেলাতেই তিনি নিজে যাবেন। জেলা নেতৃত্ব ছাড়াও দলের সব শাখা সংগঠনের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়। এমনকি দলের পুরনো দিনের ক্ষুব্ধ নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। অভিষেকের এই তৎপরতা প্রমান করে যে, জেলাতে দলের ভাঙন আটকাতেই এই জেলা সফরের কর্মসূচি নিয়েছেন তিনি। তবে মুখে এই কথা স্বীকার করতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি সামনেই পঞ্চায়েত ভোট। আর তাই এখন থেকেই জেলায়, জেলায় সম্মেলন করে ভোটের প্রস্তুতি শুরু করতে চান অভিষেক বন্দোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan