মধুমন্তী :
অষ্টমীর রাত। সন্ধীপুজো শেষ। প্যান্ডেলে তখন প্রেম প্রেম ভাব। মাইকে বাজছে ‘সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দু’জন’ কিংবা ‘লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধোরো না’। একটা সময় ছিল আশা ভোসলে মাত করে দিতেন পুজো প্যান্ডেল! ষাট-সত্তরের দশকে পুজোর আগে কত আগ্রহ নিয়ে সবাই বসে থাকতেন পুজোয় কী গান গাইছেন আশা!
কী হিন্দি, কী বাংলা সব গানেই আশা গানপ্রেমীদের আশা সফল করেছেন। সেই ৪০-এর শেষ থেকে আজও তাঁর গান সমান জনপ্রিয়। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষায় তাঁর গান মানুষের মন ছুঁয়েছে। তিনি আশাতাঈ, সকলের প্রিয় আশা ভোসলে। সবচেয়ে বেশি গান রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম রয়েছে তাঁর।
এবার সঙ্গীত নক্ষত্রের দেখা পাবেন আপনিও যে-কোনও দিন, যে-কোনও সময়। তবে তিনি আপনাকে গান শোনাতে পারবেন না। পাবেন মোমের মূর্তি রূপে। ঠিকই ধরেছেন, নতুন দিল্লির মাদাম তুঁসোর মিউজিয়ামে বলিউড মিউজিক জোনে রাখা হবে আশা ভোসলের মূর্তি।
নিজের মোমের মূর্তি প্রসঙ্গে আশা ভোসলে জানান, তিনি অত্যন্ত গর্বিত। ধন্যবাদ জানান মাদাম তুঁসো মিউজিয়াম কর্তৃপক্ষ এবং তাঁর ফ্যানেদের। তিনি এও বলেন, নিজের মোমের মূর্তির সঙ্গে দেখা করার জন্য উৎসুক হয়ে রয়েছেন তিনি। মূর্তি উন্মোচনের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আশা তাই।
এমনকী যে-জোনে আশাজির মূর্তি রাখা হবে সেখানে প্রিয় তারকার মোমমূর্তির সঙ্গে সঙ্গীত পরিবেশনও করতে পারবেন তাঁর ভক্তরা।