কুণাল চক্রবর্তী
কালীপুজোর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর তোপ ফেললেন আইনজীবী অরুণাভ ঘোষ। পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় যথেষ্ট রহস্যের উপাদান রয়েছে বলেই মনে করছেন অরুণাভ। তাঁর বক্তব্য, অতজন পুলিলকর্মীর মধ্যে শুধুমাত্র একজনের গুলি লাগল, আর কারও লাগল না এটা সন্দেহের। শুধুমাত্র বাঙালি যুবা অফিসারটির প্রাণ গেল কিন্তু একজন নেপালি অফিসারের গায়ে আঁচড় পর্যন্ত পড়ল না! তাঁর প্রশ্ন, যারা গুলি চালাচ্ছিল তারা কি অন্ধকারের মধ্যে বাঙালি -নেপালি বুঝে গুলি চালাচ্ছিল? পাহাড়ের রাস্তায় নতুন বাঙালি অফিসারকে কেন এগিয়ে দেওয়া হল? স্থানীয়রা কেন সামনে রইলেন না? জাভেদ শামিম, অনুজ শর্মারা কী করছিলেন! তাঁরা কেন অভিযানের নেতৃত্ব দিলেন না!
এমনই একের পর এক বোমা ফাটিয়েছেন কলকাতার এই ঠোঁট কাটা নিউজ মেকার।
কিষেনজি থেকে শুরু করে ছত্রধর, শশধর, কাঞ্চন, বাস্কে, সুচিত্রা মাহাত, এদিন কোনও প্রসঙ্গই বাদ দেননি তিনি। নিজের কানেই শুনে নিন মুখ্যমন্ত্রীকে কিভাবে ইঞ্চিতে ইঞ্চিতে আক্রমণ করেছেন অরুণাভ ঘোষ।
দেখুন ভিডিয়ো
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan