শৌভিক সান্যাল :
গতকালের বিজেপি-র লালবাজার অভিযানের সময় টি বোর্ডের কাছে ইট হাতে দেখা গেল অ্যাডিশনাল ডিসি সাউথ অপরাজিতা রাইকে। তাঁর ভাবভঙ্গি দেখে কী মনে হচ্ছে তিনি রাস্তা থেকে আধলা ইটটি তুলে সরিয়ে ফেলতে যাচ্ছেন! বরং মনে হচ্ছে নাকি ‘ইট ছুড়লেই আমিও তৈরি’!