ওয়েব ডেস্ক :
এতদিন টয়ট্রেন এনজিপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এন জি পি যাতায়াত করত সপ্তাহে মাত্র তিনদিন। আগামী রবিবার ২৮ মে থেকে এই টয় ট্রেন সপ্তাহে প্রতিদিনই যাতায়াত করবে। অর্থাৎ সাত দিনে সাত দিন। এখন তাই ভ্রমণবিলাসীদের টয় ট্রেনের জন্যে হাপিত্যেশ করে আর বসে থাকতে হবে না। টয় ট্রেনের দার্জিলিং গিয়ে টয় ট্রেন চড়ার আপশোস আর থাকবে না। এর ফলে উত্তরবঙ্গে পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে বলে আশা করা যায়।