নীল বণিক
“সমাজে জন্ম,বিবাহ, মৃত্যু থেকে দুর্গাপুজো, সরস্বতী পুজো সব সময় আপনাদের দরকার হয়। আপনাদের বাদ দিয়ে সমাজ চলতে পারে না। সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা আছে।” সোমবার বোলপুরে পুরোহিত সম্মেলনে একথা বলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “আমাদের বাড়িতেও পুজো হয়। আসল হিন্দুত্ব বোঝেন আপনারাই। হিন্দুত্ব শিখতে হলে আপনাদের (পুরোহিতদের) কাছেই শিখব, অন্য কারও কাছে শিখবো না।”
পুরোহিত সম্মেলনে বীরভূমের ১৯ টি ও বর্ধমানের ৫ টি ব্লক এলাকার প্রায় দশ হাজার পুরোহিতদের সমাবেশ হয় এদিন। পুরোহিতদের পক্ষে জানান হয়েছো, বীরভূমে যে ৩৮ টি টোল আছে তার মধ্যে ১৫ টি বন্ধ। সেই গুলি আবার চালু করা ও টোলের অধ্যাপক সহ জেলার পুরোহিতদের ভাতা চালু করার আবেদন জানান পুরোহিতরা। একই সঙ্গে টোলের গৃহ নির্মানেরও আর্জি জানানো হয়। তারাপীঠের আশ্রমের হংসানন্দ মহারাজ, ভারত সেবাশ্রমের প্রধান শান্তি মহারাজ পুরোহিত সমাজের পক্ষে বক্তব্য রাখেন। পুরোহিতদের সমস্যার কথা তুলে ধরেন। এই ধরনের পুরোহিত সম্মেলন রাজ্য তথা দেশে প্রথম। পুরোহিতদের নিয়ে সম্মেলন করায় পুরোহিতরাও বেশ খুশি। পুরোহিতদের পক্ষে বক্তব্য রাখার সময় তাঁরা বলেন, “আমাদের কথা কোনও সংগঠন, রাজনৈতিক দল সেভাবে ভাবেনি। অনুব্রতবাবু এই ধরনের সম্মেলন করায় আমরা গর্বিত। দেখুন ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan