ওয়েব ডেস্ক:
যেদিন অসুস্থ হয়ে হাসপালাতালে ভর্তি হলেন লতা মঙ্গেশকর, সেই একই দিনে সোশ্যাল মিডিয়ায় বেড রেস্ট-এ থাকা নিজের ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন। বিষয়টি কি বিশেষ ইঙ্গিতবাহী!
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ। উল্লেখ্য, মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকে কড়া নিয়মের মধ্যেই রয়েছেন তিনি। হাসপাতাল থেকে ঘরে ফিরলেও, তাঁর শরীর যে খারাপ সিগনাল দিচ্ছে। তা যে ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে, এদিন যেন সেই ইঙ্গিত দিলেন অমিতাভ।
T 3544 – … the Fowler , the socks and the Premier League .. all day long .. in recouped state attempt .. ? pic.twitter.com/uruPhDcLkT
— Amitabh Bachchan (@SrBachchan) November 9, 2019
তবে এদিনের ছবিগুলি ছিল হাসপাতালে ভর্তি থাকাকালীন। ওই ৩ দিন কীভাবে কাটাতেন, নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার তা দেখিয়ে দিলেন ভক্তদের। ছবিতে দেখা যাচ্ছে, হাসাপাতালে তাঁর বেডের ঠিক সামনেই রয়েছে একটি বড় এলসিডি টিভি। সেখানে বিদেশি ফুটবল লিগের খেলা চলছে। বিগ বি নিজেও জানান, যে ৩ দিন তিনি হাসপাতালে ছিলেন, চিকিতসকরা তাঁকে ফুটবল খেলা দেখে মন ভাল রাখার পরামর্শ দেন। খেলা দেখার পাশাপাশি চিকিৎসকরা তাঁকে নিয়মিত গান শুনতেও বলেন বলে জানান অমিতাভ বচ্চন।
এদিকে হাসপাতাল থেকে ফিরে বাড়িতে দীপাবলির পার্টি দেন অমিতাভ। প্রায় বছত ৩ পর ফের দীপাবলি পার্টির আয়োজন করেন এবার। সেখানে বলিউডের তাবড় তারকাদের আমন্ত্রণ জানায় বচ্চন পরিবার। শরীর ভাল না তবু পার্টিতে আমন্ত্রিতদের নিজেই আপ্য়ায়ন করতে ভোলেননি সর্বকালের সেরা তারকা।
তথাপি মন খারাপ দেশের, কারণ একদিকে যখন ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লতা মঙ্গেশকর, সেই একইদিনে অমিতাভ বচ্চনের এমন টুইট। তবে আশার কথা হল, সুর সম্রাজ্ঞী এখন অনেকটাই সুস্থ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news