নীল বণিক
গুজরাত ভোট শেষ হতেই মুকুল রায়কে ফোন অমিত শাহের।
দুজনের মধ্যে প্রায় দশ মিনিট কথা হয়েছে বলে সূত্রের খবর। নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের বাংলাতে অাসছেন বলে মুকুল রায়কে জানিছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবারের বাংলা সফরকে অন্য মাত্রা দিতে এখন থেকেই মুকুল রায়কে অাসরে নামতে বলেছেন অমিত শাহ। সূত্রের খবর, অমিত শাহ চাইছেন তিনি থাকাকালীন তৃনমুল থেকে কোনও হেভিওয়েটকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে অাসতে। তার জন্য অমিত শাহের বড় বাজি মুকুল রায়। সূত্রের খবর ফোনে মুকুল রায়কে অমিত শাহ জানিয়েছেন, ” হামকো ইসবার বড়া উইকেট চাহিয়ে”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan