ওয়েব ডেস্ক
তিনি বরাবরই ‘মিঃ পারফেকশনিস্ট’ নামেই পরিচিত। তিনি আমির খান, মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর প্রযোজিত এবং অভিনীত ছবি ‘সিক্রেট সুপারস্টার’। ছবিটি পরিচালনা করেছেন অদভেদ চন্দন। যেখানে এক মিউজিশিয়নের চরিত্রে দেখা যাবে আমিরকে। ছবিটি মূলত এক মুসলিম মেয়ের রক্ষণশীল পরিবার থেকে গায়িকা হয়ে ওঠার গল্প বলবে। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাইরা ওয়াসিমকে। অর্থাৎ, ‘দংগল’ ছবির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল যে বাচ্চা মেয়েটি।
তবে ছবিটি মুক্তির আগেই শুরু হয়েছে বিতর্ক। নিন্দুকরা বলছেন, বিল মুরের বিদেশি ছবি ‘রক দ্যা কাসবা’র সঙ্গে এই গল্পের একাধিক মিল রয়েছে জায়গায়। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি আমির।
অন্যদিকে অনুষ্কা-শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজাল’ ছবিটি মুক্তির ঠিক আগেই আমিরের সিক্রেট সুপারস্টারের ট্রেলার লঞ্চ হওয়ায় অনেকেই মনে করছেন বক্স অফিসে বেশ ধাক্কা খেতে পারে ইমতিয়াজ আলি পরিচালিত জব হ্যারি মেট সেজাল।
তবে সিক্রেট সুপারস্টারের ট্রেলার লঞ্চ হতেই তার দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে লাখের ওপর। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। চলতি বছরের ১৯ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।
দেখুন ছবির ট্রেলার
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
নাসায় ট্রেনিং নিচ্ছেন সুশান্ত, তবে কী নিজের পেশা বদলাচ্ছেন তিনি! (দেখুন ছবি ভিতরে)