চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মতো তাদের সন্তানদের দেখার আগ্রহ আমাদের সকলের থাকে। কিন্তু চাইলেই কি দেখা পাওয়া যায় ‘স্টার কিড’দের? এই বিষয় যথেষ্ট সচেতন থাকেন তারকা মহল। জন্মের পর বেশ কয়েকমাস প্রকাশ্যে আনতে চান না তাদের সন্তানদের মুখ। যেমন প্রিয়াঙ্কা-কন্যা মালতির জন্মের প্রায় একবছর পর তার ছবি দেখার সৌভাগ্য হয়েছিল নেটিজেনদের। অন্যদিকে বিপাশা বসু, জন্মের ছয় মাসের মাথাতেই সমাজমাধ্যমে পোস্ট করে ফেলেছেন তার কন্যা দেবীর ছবি। তেমন ভাবে দেখতে হলে এখনো মুখ দেখার সৌভাগ্য হয়নি সোনাম কাপুরের সন্তানের। আর সেই তালিকায় আছে আলিয়া কন্যাও।
দুই মাস আগে আলিয়া ভাটের কোল আলো করে এলেও এখনও প্রচারের আলোয় ধরা দেয়নি কাপুর-কন্যা রাহা। তার দেখা পেতে গেলে যে এখনও বিস্তর অপেক্ষা করতে হবে নেটিজেনদের, তাই স্পষ্ট জানিয়ে দিলেন কাপুর-দম্পতি। গত বছর সেপ্টেম্বরের ৬ তারিখে কাপুর পরিবারে আগমন হয় রাহার। ইতিমধ্যেই কেটে গিয়েছে ছয় মাস। ফলে স্বাভাবিকভাবেই এই নতুন সদস্যকে দেখতে মুখ উঁচিয়ে রয়েছেন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষও।
কিন্তু কাপুর কন্যাকে দেখতে হলে এখনো করতে হবে ঢের অপেক্ষা। দুই বছর না হওয়া পর্যন্ত রাহাকে ক্যামেরার সামনে আনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন আলিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন ‘রণবীর একদমই চান না এসব রাহার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলুক’। সমাজমাধ্যমে রাহার ছবি সামনে এলেই তা নিয়ে নানা চর্চা হবে’।
আর পাঁচটা সাধারণ মানুষের থেকে যে সম্পূর্ণ আলাদা তারকাদের জীবন, তাদের জীবনের খুঁটিনাটি নিয়ে সকলের বড্ডো কৌতুহল । ক্যামেরার বাইরে থাকলেও সর্বক্ষণ অগুনতি চোখের পর্যবেক্ষণ চলে তাদের ওপর। আর সেইখান থেকেই বাঁচিয়ে রাখতে চান তাদের পরিবারের খুদে সদস্যদের। যদিও এই বিষয় একইভাবে সহযোগী আলোকচিত্রীরাও। বিমানবন্দরে এমনও অনেকবার হয়েছে যে রাহাকে দেখেও ছবি তোলেননি তারা আর তার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন আলিয়া ভাট। তিনি বলেন ‘তাদের সহযোগিতা ছাড়া রাহার নিরাপত্তা বজায় রাখা সম্ভব হত না’।