নিজস্ব সংবাদদাতা
৬৫ ঘন্টা হিমঘরে থাকার পর অবশেষে দেশে ফেরার ছাড়পত্র পেলেন শ্রীদেবী। মঙ্গলবার দুবাইয়ের সরকারি উকিলের তরফে ‘গো অ্যাহেড’ নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই এই নির্দেশ ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরই তদন্তের ‘ক্লোজার রিপোর্ট’ ফাইল করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ দেয় দুবাই পুলিশ। ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছেন বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুর। জানা গিয়েছে বনির সঙ্গেই রয়েছেন অর্জুন। দেহ নিয়ে তাড়াতাড়ি মুম্বই ফেরার তদ্বির করছেন তিনি। আপাতত শ্রীদেবীর দেহ এমবামিং বা সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। সব কাগজপত্র সই করে দেহ নিয়ে ফিরতে আরও ৪-৫ ঘন্টার দেরী। ভারতীয় সময় রাত ১১-১২টা নাগাদ মুম্বইয়ে পৌঁছতে পারে শ্রীদেবীর দেহ। তবে তারপর কতক্ষণ তাঁর দেহ রাখা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত শনিবার দুবাইয়ে বাথটবে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan