ওয়েব ডেস্ক:
আদবানির কথায় বিজেপির মূল চরিত্র প্রতিফলিত হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন মোদি নিজের টুইটে দলের প্রবীণ রাজনৈতিক নেতা তথা ‘মার্গ-দর্শকে’র ব্লগের বক্তব্যকে শ্রদ্ধার সঙ্গে সমর্থন করেন। তাঁর প্রশংসা করেন। আদবানির ব্লগ শেয়ারও করেন মোদি। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, আদবানিজির যেকথা আমার সবচেয়ে ভাল লেগেছে, তা হল দেশ আগে, তারপর দল, সবশেষে ব্যক্তি।
যদিও বিরোধীরা গতকাল আদবানি ব্লগ লেখার পর থেকেই গেরুয়া শিবিরের প্রাক্তন ও বর্তমানের মত পার্থক্য ইত্যাদি ধুয়ো তুলে সমালোচনা শুরু করে। গতকালই এই বিষয়ে টুইটারে আদবানিকে শ্রদ্ধা জানিয়ে প্রকারন্তরে মোদির সমালোচনায় মুখর হন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এলকে আদবানির ব্লগের প্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির প্রতিক্রিয়া, একথা গত পাঁচ বছরে কেন বলেননি প্রবীণ বিজেপি নেতা! কিন্তু আদবানির ব্লগকে সমর্থন করে যাবতীয় আলোচনা সমালোচনায় জল ঢেলে দিলেন নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, আগামীকাল ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। তার দুদিন আগে নিজের ব্লগে লালকৃষ্ণ আদবানি লেখেন, গণতন্ত্রের অর্থ হল প্রতিপক্ষ ও বাক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন। যাঁরা বিজেপির মতাদর্শের বিরোধী তাঁরা কেউ শত্রু নন, বরং প্রতিপক্ষ। এটাই বিজেপি কর্মীদের দলের অতীত, ভবিষ্যত ও বর্তমানের দিকে তাকানোর উৎকৃষ্ট সময়। প্রবীণ বিজেপি নেতা আরও লিখেন, সবার আগে দেশ, তারপর দল এবং সবশেষে ব্যক্তি স্বার্থ।
বিরোধীরা যতই বলুন, আদবানির এই ব্লগ মোদিকে খোঁচা দেওয়ার জন্য, কিন্তু সেই জল্পনা উড়িয়ে প্রধানমন্ত্রী টুইটারে আজ লেখেন, আদবানিজির মতো প্রথিতযশা নেতারা বিজেপিকে শক্তিশালী করেছেন। তিনি সেই একই দলের সদস্য হিসেবে গর্বিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।