চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ফের বলিউডের নক্ষত্র পতন, প্রয়াত অভিনেতা নীতেশ পাণ্ডে । সুত্রের খবর, নাসিকে শুটিং করছিলেন হিন্দি টেলিভিশন তথা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর । অভিনেতার মৃত্যুর খবরে তাঁর শোকস্তব্ধ স্ত্রী ও পরিবার। ১৯৯৫ সালে নাট্যজগতে অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেন নীতেশ। ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু ‘তেজস’ ধারাবাহিকের মাধ্যমে। সেখানে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি। তারপর থেকে ‘অস্তিত্ব… এক প্রেম কাহানি’, ‘প্যায়ার কা দর্দ হ্যা মিঠা মিঠা প্যায়ারা’র মতো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। সম্প্রতি ‘অনুপমা’ সিরিয়ালে কাজ শুরু করেছিলেন। বড়পর্দাতেও একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি । শাহরুখ খান, সলমন খানদের সঙ্গেও তাকে কাজ করতে দেখা গিয়েছে । ‘ওম শান্তি ওম’, ‘দাবাং ২’, ‘হান্টার’, ‘বাধাই দো’র মতো সিনেমা মতন একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি ।
প্রসঙ্গত, মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের । বুধবার সকাল ১১ টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেই সুত্রের খবর । বৈভবীর মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও এক অভিনেতা কে হারাল বলিউড । মাত্র ৫১ বছর বয়সে নাফেরার দেশে পাড়ি দিলেন মুম্বাই -এর জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে ।