বিশেষ সংবাদদাতা :
মুকুলের মুখ বন্ধ করতে ‘দক্ষিণবঙ্গ ছেড়ে কেন উত্তরবঙ্গে পালাতে হল অভিষেককে?’ ঠিক এই ভাবেই আলিপুরদুয়ার সিভিল কোর্টে করা অভিষেকের মামলা নিয়ে নিজের সংশয় প্রকাশ করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
‘ডাল মে কুছ কালা’ দেখছেন লকেট। এমনকি শহরের আইনজীবী মহলের অনেকের কাছেও বিষয়টা এখনও পরিস্কার নয়। যে প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি তা নিয়ে চর্চা চলছে আইনজীবী মহলে। অভিষেক কেন আলিপুরদুয়ার সিভিল আদালতে মামলা করলেন? হাতের কাছে কী আর কোনও আদালত ছিল না! অভিষেক কী আলিপুরদুয়ার সিভিল কোর্টে এফিডেভিট করেছিলেন? করে থাকলে তার কপি কই? এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
লকেট বলেছেন, “মুকুলদাকে আপাতত চুপ করানো গেছে। চিরকাল যাবে না। মুকুলদার মুখে আইনের তালা সাময়িক। খুলে যাবে তাড়াতাড়ি। তবে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রতিবাদ জারি রাখব।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan