প্রসেনজিত ধর :
মুকুলের মুখে তালা পড়েছে! এই মর্মে তৃণমূলের অভিষেক ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার ভিত্তিতে আলিপুরদুয়ার সিভিল আদালত জানিয়েছে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত মুকুল রায় বিশ্ব বাংলা, জাগো বাংলার সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। আদলতের এই নির্দেশকে নিজেদের জয় হিসেবেই দেখাতে চাইছেন অভিষেক ঘনিষ্ঠরা। যদিও এরই মধ্যে বিশ্ব বাংলার বিপণীর সামনে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ, সায়েন্স সিটির সামনে যেখানে একটি বিরাট বিশ্ব বাংলার লোগো আছে, তার সামনে, বিজেপির মহিলা মোর্চার অবস্থান, বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার লোগোতে কালি মাখানো, এসব ঘটনা ঘটে গেছে। এমন সময় আলিপুরদুয়ার সিভিল কোর্টের নির্দেশ অভিষেকপন্থীদের উৎসাহিত করেছে।
তবে এবার তাঁদের উৎসাহে জল ঢালতে আসরে নেমেছেন বিজেপির নায়ক-নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুধবার জয় বলেন, “ওরা যে ভাষায় কথা বলে আমরাও এবার সেই ভাষাতেই উত্তর দেব, ওরা আমাদের মারধর করে, কেস দেয়, কিন্তু আর চুপ করে থাকবো না, কোর্ট মুকুলদাকে বারণ করেছে আমাদের তো বারণ করেনি!” জয়ের বক্তব্য, “আমরা প্রতিটি জনসভায় বলব বিশ্ব বাংলা আর জাগো বাংলা নিয়ে। ফুটবল ম্যাচ করল কেন্দ্রীয় সরকার ও ফিফা আর তার ফল কুড়োবে মমতা সরকার সেটা কী করে হয়!”
এমনিতে জয় বন্দ্যোপাধ্যাশ মুকুল রায়কে চেনেন দীর্ঘদিন। তিনি যখন তৃণমূলে ছিলেন, তখন থেকেই মুকুলকে কাছ থেকে দেখছেন তিনি। এদিন তিনি বলেন, “একটা মুকুলকে চুপ করালে হাজার মুকুল কথা বলবে।” জয় রাজ্যের প্রত্যন্ত গ্রামে গ্রামে নিয়ম করে সভা করেন। পর্দায় এবং তিন দিক খোলা মঞ্চে তাঁর নায়ক পরিচিতি এবং চাঁচাছোলা বক্তব্যে তাঁর সভায় জমায়েতও হয় চোখে পড়ার মত। জয় বলেন, “প্রত্যেকটি সভায় আমি বলব বিশ্ব বাংলা আর জাগো বাংলার কথা। কতজনকে চুপ করাতে পারবে শাসক দলের যুবরাজ তা আমরাও দেখে নিতে চাই “।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/abhishek-locket-copy/