Home / TRENDING / হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টে পরাজিত ট্রাম্প

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টে পরাজিত ট্রাম্প

ওয়েব ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য যে পরিমাণ ভোট প্রয়োজন ছিল, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সেই পরিমাণ ভোট পড়েছে। 

ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ ওঠে। প্রথম অভিযোগ হল ক্ষমতার অপব্যবহার করা এবং দ্বিতীয় অভিযোগ হল মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করা। এই দুই অভিযোগ নিয়ে ডেমোক্রেটরা ইমপিচমেন্টের দাবি জানায়। প্রথম অভিযোগের ভিত্তিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ইমপিচমেন্টের পক্ষে ভোট পড়ে ২৩০ টি এবং বিপক্ষে ভোট পড়ে ১৯৭ টি। দ্বিতীয় অভিযোগের ভিত্তিতে ইমপিচমেন্টের পক্ষে ২২৯টি এবং বিপক্ষে ১৯৮টি ভোট পড়ে। 

তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ থাকায় ট্রাম্পের বিপক্ষে বেশি ভোট পড়েছে। কিন্তু সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ নয়। ফলে সেখানে ভোটাভুটিতে তাঁদের জয়ের সম্ভাবনা কম রয়েছে। তাই এখনই প্রেসিডেন্ট পদ খোয়াতে হবে না ট্রাম্পকে। অন্যদিকে ট্রাম্প  ডেমোক্রেটদের হুমকি দিয়ে টুইটারে লিখেছেন, আগামী দিনে আসুন ডেমোক্রেট প্রেসিডেন্ট। হাউসের দখল তখন থাকবে রিপাবলিকানদের হাতে। শুধু রাজনৈতিক ফায়দা নিতে ইমপিচমেন্ট করতে চাইলে, ইতিহাসের পুনরাবৃত্তি হবেই।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *