Home / TRENDING / পরপর বিস্ফোরণে শ্রীলঙ্কায় রক্তাক্ত ‘ইস্টার সানডে’

পরপর বিস্ফোরণে শ্রীলঙ্কায় রক্তাক্ত ‘ইস্টার সানডে’

ওয়েব ডেস্ক

‘ইস্টার সানডে’ তে পরপর বোমা বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা। দেশজুড়ে গির্জা সহ ৩টি জায়গায় বিস্ফোরণে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে, আহত ৪০০।

আজ সকালে শ্রীলঙ্কার কাটুয়াপিটিয়ায় সেন্ট সেবাস্টিয়ান গির্জায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ”ইস্টার সানডে’ হওয়ায় আজ গির্জায় ভিড় ছিল। জানা গিয়েছে, গির্জায় বিস্ফোরণে ৫০জনের মৃত্যু হয়েছে । গির্জায় বিস্ফোরণের খবর ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই কলম্বোর বিলাসবহুল হোটেল সাংগ্রী-লা, সিনামন গ্র্যান্ড অবং কিংসবারিতে পরপর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মৃত ১০০রও বেশী। এদের মধ্যে ৯জন বিদেশী বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জাতেও বিস্ফোরণ হয় বলে খবর।

এই সিরিয়াল ব্লাস্টের পর নিজের বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় নেয়নি।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় বেশীরভাগ নাগরিক বৌদ্ধ ধর্মের অনুগামী। মোট জনসংখ্যার মাত্র ৭.৬ শতাংশ খ্রীষ্ট ধর্ম অনুগামী।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *