Home / TRENDING / চ্যালেঞ্জ মোকাবিলায় ভগবান বুদ্ধকে অনুসরণ করতে বললেন মোদী

চ্যালেঞ্জ মোকাবিলায় ভগবান বুদ্ধকে অনুসরণ করতে বললেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

বর্তমান সময়ের সমস্যা ও চ্যালেঞ্জগুলির দীর্ঘমেয়াদী  সমাধানের জন্য ভারতবাসী তথা যুবসমাজকে ভগবান বুদ্ধের শিক্ষণীয় পথগুলি অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে ভগবান বুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব অসাধারণ চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে। এই চ্যালেঞ্জগুলির জন্য, ভগবান বুদ্ধের আদর্শ থেকে স্থায়ী সমাধানগুলি আসতে পারে।”

প্রধানমন্ত্রী মোদী ভারতীয় যুবকদের ভগবান বুদ্ধের শিক্ষা এবং চিন্তাগুলি মনে রাখার জন্য অনুরোধ করেন। মোদীর কথায়, “ভারতীয় যুবসমাজকে আমি বলব ভগবান বুদ্ধের দেখানো শিক্ষা ও চিন্তাগুলি  সর্বদা মনে রাখতে হবে। কারণ এইগুলো এগিয়ে যাওয়ার পথ দেখাবে। বুদ্ধের বাণী সর্বদা অনুপ্রাণিত করতে, শান্ত রাখতে এবং পথও প্রদর্শন করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা বৌদ্ধ স্থানগুলির সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চাই। কিছুদিন আগে ভারতের মন্ত্রিসভা ঘোষণা করেছেন যে কুশীনগর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার। এর ফলে এখান থেকে বহু মানুষ, তীর্থযাত্রী এবং পর্যটকরা যাতায়াত করতে পারবেন।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *