নিজস্ব প্রতিনিধি
আগামি ১৯ ফেব্রুয়ারি হতে চলেছে বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। দেশের সংবিধান অনুযায়ী মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন। সংবিধান অনুযায়ী এর আগামি ৩০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোমবারই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে বসেন ৪ কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারই স্পিকারের কাছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আইনি ও সাংবিধানিক দিকগুলো তুলে ধরে চিঠি পাঠাবে ইসি। ইসি সুত্রে জানা গিয়েছে নির্বাচনের তালিকা নিয়ে বুধবার বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
আগামি ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি ম:আব্দুল হামিদের ৫ বছরের দায়িত্বভার শেষ হবে। তার আগেই চলতি অধিবেশনে, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশ নির্বাচন কমিশন সুত্রে খবর গতবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে। সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে অন্যকোনও দলের প্রার্থী মনোনীত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এক্ষেত্রে ক্ষমতাসীন দল থেকে যাকে মনোনীত করা হবে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ নির্বাচনে ভোট গ্রহণ হয় প্রকাশ্যে। দলের সিদ্ধান্তের বাইরে গোপনে অন্য দলের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকেনা সংসদ সদস্যদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan