চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য বিএসপি নেতা সাদ্দাম হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি নেতা মুকেশ লোদী।
শনিবার বিএসপি নেতা তথা কাউন্সিলর সাদ্দাম হুসেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বৃহস্পতিবার এই মন্দির থেকে গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু একজন দুস্কৃতির জন্য একটি হিন্দু মন্দির সম্পর্কে এমন মন্তব্য, হিন্দু ভাবাবেগকে আঘাত করে এই অভিযোগ তুলে সাদ্দামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আলীগড় জেলার বিজেপি সভাপতি তথা যুব নেতা মুকেশ লোদী।
সংবাদ সংস্থাকে মুকেশ জানায়, “সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের জন্য আমি বিএসপি নেতা সাদ্দাম হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। উজ্জয়িনীর যে মন্দির থেকে গ্যাংস্টার বিকাশ দুবে থেকে গ্রেফতার হয়েছেন, তিনি সেই মন্দিরকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি বলেছেন। এই মন্দিরটি ‘জ্যোতিরলিঙ্গ’ এর জন্য বিখ্যাত। তাঁর এই মন্তব্য সারা ভারতের হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে। অবিলম্বে তাঁর গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
এ প্রসঙ্গে আলীগড়ের সার্কেল অফিসার অনিল শর্মা বলেন, জামালপুরের বিএসপি কাউন্সিলর সাদ্দাম হুসেনের বিরুদ্ধে হিন্দু ধর্মের প্রতিষ্ঠান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার এফআইআর দায়ের করা হয়েছে। সব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নী মন্দির থেকে গ্রেপ্তার করা হয় গ্যাংস্টার বিকাশ দুবেকে। শুক্রবারে কানপুর আসার পথে এনকাউন্টারে তার মৃত্যু হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news