মধুমন্তী :
স্বাধীনতার ছয় দশক পরেও সমান ভাবে আজও রয়ে গিয়েছে লিঙ্গ বৈষম্য। ২১ শতকে এসেও প্রেক্ষাপট এতটুকু বদলাচ্ছে না। নারী-পুরুষ বিভেদটা আমরা আঁতুড়ঘর থেকেই প্রতিপালন করতে শুরু করি।
পুরুষতান্ত্রিক সমাজ এই বৈষম্যকে টিকিয়ে নিয়ে একের পর এক শতাব্দী পার করছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি ব্যবস্থায় পুরুষ-নারীর অধিকার সমান।
সেইসব বিষয় নিয়েই মেয়েদের সচেতন করার প্রয়াস চালাচ্ছে বিভিন্ন এনজিও। সেরকমই এক এনজিও ‘ওয়াহ ফাউন্ডেশন’। যারা এই মুহুর্তে শেল্ফ হেল্প গ্রুপ সম্পর্কে মেয়েদের সচেতন করার কাজ করে যাচ্ছে।
সমাজে আঁকড়ে থাকা লিঙ্গ বৈষম্য ব্যবস্থা এবং তার না জানা অসংখ্য তথ্য মেয়েদের সামনে তুলে ধরছে ওয়াহ ফাউন্ডেশন।
আপাতত দিল্লির এক বস্তি এলাকায় কাজ করছে এই এনজিও। সমানাধিকারে বিশ্বাসী হয়ে নিজের মত ব্যক্ত করার স্বাধীনতা রয়েছে সকলের। যা পরিবার, সমাজ এবং দেশের জন্য খবই গুরুত্বপূর্ণ।
সেই সঙ্গে ছাত্রী এবং মহিলাদের বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রদান করছে এই সংস্থা। যাতে করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যাকেই স্বনির্ভর হয়ে উঠতে পারেন।
এই মুহুর্তে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজের সঙ্গেও যুক্ত রয়েছে এই এনজিওটি।
এ ভাবেই মহিলাদের সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াহ ফাউন্ডেশন। যা অবশ্যই নারীদের চেনা গণ্ডির বাইরে নিয়ে যেতে সাহায্য করবে।