নিজস্ব সংবাদদাতা :
দুই অস্তগামী নেতা একসঙ্গে বসে চা খেয়েছেন, এর বেশি ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে হার্দিক পাটেলের বৈঠক প্রসঙ্গে এ মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন গুজরাত ভোটে ডাহা ফেল করেছে হার্দিক। তাঁর আন্দোলনও ফেল। মুখ্যমন্ত্রীকেও ফেল করাতেই এ রাজ্যে এসেছেন হার্দিক। রাহুল সিনহা বলেন, বামেদের মতোই গুজরাত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নেতাকে এনে বিজেপির বিরুদ্ধে প্রচারের চেষ্টা করছে তৃণমূল। তবে তাতে তৃণমূলের পতন আরও নিশ্চত হবে বলেই জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps://www.facebook.com/channelhindustan