চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মেয়েদের বিবাহের নূন্যতম বয়স নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য একটি কমিটি তৈরি করার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মেয়েদের বিবাহের নূন্যতম বয়স পুনরায় ঠিক করার জন্য একটি কমিটি তৈরি করা হবে। কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সঠিক সিদ্ধান্ত নেব।” ওই কমিটি মেয়েদের অপুষ্টি হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আজ ভারত সেইসব দেশগুলোর মধ্যে একটি যেখানে মহিলারা নৌ ও বিমান বাহিনীতে কাজ করছেন যোদ্ধা ও অযোদ্ধা হিসেবে। মহিলাদের ক্ষমতায়নের জন্য ভারত সরকার মাতৃকালীন ছুটি, তিন তালাক রদ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান, “দেশে ৫০০০ বেশি জন ঔষধি কেন্দ্র থেকে ৫ কোটির বেশি গরীব মহিলাকে ১ টাকায় স্যানিটারি প্যাড প্রদান করা হয়েছে।”