নীল বণিক
এবার তৃণমূলকেও নীরব মোদি কাণ্ডে জড়াতে তৎপর হল বিজেপি। ২০১৭ সালে ৪ই জুলাই মুম্বাইতে নীরব মোদির মামা মেহুল চোসকির সঙ্গে বৈঠক করেন অমিত মিত্র। গয়না শিল্প সক্রান্ত আলোচনা সভায় সেই বৈঠক হয় বলে জানান কেন্দ্রীয় বিজেপি নেতা সুরেশ পূজারি।
এরপর রাজ্যের আয়োজিত কোনও শিল্প সম্মেলনে মেহুল চোসকি এসেছিলেন কিনা,তারও বিস্তারিত খোঁজ খবর নেওয়া শুরু করেছেন বিজেপি নেতারা। এমনকি রাজ্যের জুয়েলারি পার্ক গুলিতে নীরব মোদি ও তার মামার কোন বিনিযোগ আছে কিনা তারও বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করেছে বিজেপি নেতৃত্ব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan