ফেসবুকে কুরুচিকর মন্তব্য
ওয়েবডেস্ক: যুবকের ফেসবুকে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ এবং মাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে হাবড়ার কুমড়ো পঞ্চায়েত অঞ্চলের নবপল্লী থেকে গ্রেফতার হলেন সুজয় চৌধুরী নামে এক যুবক। ১৮জুনের এই ঘটনায় রীতিমত স্তম্ভিত ওই যুবক ও তার পরিবার। ২০ তারিখ ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বেপাত্তা ছিল অভিযুক্ত। বুধবার রাতে তাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।
ধৃত ভুয়ো ডাক্তার
ওয়েবডেস্ক: ভুয়ো ক্যান্সার রিসার্চ সেন্টার খুলে রোগী ঠকানোর অভিযোগে অরদ্বীপ চ্যাটার্জী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে আরও অভিযোগ তিনি ভুয়ো এমডি ডিগ্রি দেখিয়ে চিকিৎসা করতেন। লেকটাউন থানার পুলিশ এই খবর পেয়ে নিজের থেকেই মামলা রুজু করে তাকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
রণক্ষেত্র কড়েয়া
ওয়েবডেস্ক: বেআইনি বাড়ি তৈরি করা নিয়ে রণক্ষেত্রর চেহারা নিল কড়েয়া থানার পাম অ্যাভিনিউ। কড়েয়া থানা এলাকার পাম অ্যাভিনিউতে বুধবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে প্রোমোটিংকে ঘিরে ভাঙচুর, আগুন। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করল দুস্কৃতীরা। পরে বেশ কেয়কটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।পরে পুলিশ গিয়ে এলাকার দখল নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
লাইক ও শেয়ার করুন
ভিডিও দেখতে চ্যানেল হিন্দুস্তানের ইউ-টিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন