ওয়েব ডেস্ক:
মোহনবাগান কর্তারা মিটিংয়ে বসছেন আগামী শুক্রবার এমনই খবর ময়দান সূত্রে। সেদিনই ঠিক হবে টুটু বসুর পদত্যাগ পত্র গৃহীত হবে কী হবে না। সম্ভবত বাগান সভাপতির পদত্যাগ পত্র হবে না। হয়তো এমনও হতে পারে তিনি প্রত্যাহার করতে পারেন।
বাগান সচিব বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, অঞ্জন মিত্র সরছেন। আসছেন সৃঞ্জয় বসু। সেটা হয়তো শুক্রবারের মিটিংয়ে ঠিক হয়ে যেতে পারে। মোহনবাগানের হাল যদি সৃঞ্জয় বসু ধরেন তাহলে হয়তো সভাপতি হিসেবে টুটু বসু থেকে যেতে পারেন। যদি এমনটাই হয় তাহলে বাগানে ফুল ফুটবে। বাগানে ফুল ফোটানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন সৃঞ্জয় বসু। অর্থাৎ দল গড়ার কাজে নেমে পড়েছেন। সঙ্গে আছেন অর্থসচিব দেবাশিস দত্ত। তাই তো শেষ মুহূর্তে নেমে ভাল টিমই গড়ছেন এই দুই বাগান কর্তা। এমনকী ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন কিংসলেকে দলে টেনে। গতবারে দুর্দান্ত খেলা ডিফেন্ডার এবারে ইস্টবেঙ্গলেরও তালিকাতে ছিলেন। চেষ্টা করা হচ্ছে ইস্টবেঙ্গলের তারকা খেলোয়াড় রোমিও ফার্নান্ডেজকে সবুজমেরুন জার্সি পরানোর।