কমলেন্দু সরকার :
সন্ধ্যা নামলে জানালাটা খুলে রাখি
সব আলো নিবে গেলে চাঁদ এসে আলো দেয়।
পাতাঝরা শীতের শেষে ফাগুন আসে
বৃদ্ধ্ব বটবৃদ্ধ্ব শিকড় নামিয়েছে জানালার গভীরে
জানি সে কথা।
খারাপ লাগে না জানালার ধারে দাঁড়াতে
অনেক বছরই তো কেটে গেল
কত গল্প শুনে, ঋতু বদলের খেলা দেখে।
সব প্রদীপ নিবে গেলে জানালাটা খুলে রাখি
কাঁসার থালার মতো চাঁদ এসে পড়ে থাকে
হাওয়া বদল হয় গাছে…
ডেরা খুজে নিই জানালার কাছে…