তমাল মাহাতো
২৮ তারিখ বেঙ্গালুরুতে বোর্ড মিটিংয়ে কোয়েসের তরফে চেষ্টা করা হবে, সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার। কোয়েস কর্তারা সঙ্ঘাতের রাস্তায় হেঁটে নিজেদের ব্র্যান্ড ইমেজ নষ্ট হতে দেবে না। এই ইমেজ তো আর একদিনে তৈরি হয় না, অনেকদিন সময় লাগে তৈরি হতে। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করে কোয়েসের পরিচিতি অনেক বেড়েছে। বিশ্বব্যাপী লোক চিনেছে। কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কোয়েস কর্তারা শুনবেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের সমস্যা। কোয়েস মনে করছে, সংসারে একসঙ্গে থাকতে গেলে ঠোকাঠুকি লাগতেই পারে, তা বলে তারজন্য সম্পর্ক ছিন্ন করারা মানে হয় না। মিটিং থেকেই কোয়েস কর্তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ক্লাবের কর্তাদের দিকে। সম্ভবত ওইদিনের বোর্ড মিটিংয়ের পর ক্লাবের কর্তারা সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবে। হয়তো দু–পক্ষের তৈরি হওয়া দূরত্ব মুছতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news