নিজস্ব সংবাদদাতা
আইএনএক্স কান্ডে জড়িত কার্তি চিদম্বরমকে রবিবার মুম্বইয়ের ভায়কুলা জেলে নিয়ে আসা হয়। সেখানে আইএনএক্সের ডিরেক্টর ইন্দ্রানী মুখার্জিকে কার্তির মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল এগারটা নাগাদ সিবিআইয়ের ছয় জনের একটি দল ভায়কুলায় পৌঁছয়। সেখানে দু ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। প্রসঙ্গত বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার হন কার্তি ।
