নীল বনিক :
আসার কথা ছিল সেপ্টেম্বরে। আসছেন জুনে। মাহালি দম্পতির তৃনমূলে যাওয়ার খবরে ক্ষুব্ধ অমিত শাহ। জুনের শেষে ঝটিকা সফরে আসছেন কলকাতায়।
যে বাড়িতে পাত পেড়ে প্রচারের আলো কিছুটা বাড়িয়ে নিতে চেয়েছিলেন অমিত শাহ সেই আলো হাইজ্যাক হয়ে যাওয়ায় রাজ্য নেতৃত্বের উপর বিরক্ত হয়েছেন বলেই বিজেপির অন্দরমহলের খবর।
রাজনীতিতে নেতা ভাঙিয়ে আনার নজির অজস্র। দল ভাঙানোর খেলায় তৃণমূল কংগ্রেস কোনও দিনই পিছিয়ে নেই। কিন্তু নকশাল বাড়ির মাহালি দম্পতির গল্পটা একটু অন্যরকম। অমিত শাহকে অতিথি হিসেবে পেয়ে এবং সাধ্য মতো অতিথির সেবা করে প্রচারে আসা এই দম্পতির এখন রাজনীতিকদের দাবার বোড়ে। এই যুগল কি করে তৃণমূলের কোর্টে চলে গেল তা জানতে আগেই কৈফিয়ত তলব করেছিলেন অমিত। রাজ্য বিজেপির পক্ষে অমিতকে শান্ত করতে ভয় দেখানোর তত্ত্ব খাড়া করা হয়েছিল। বলা হয়েছিল ওঁদের ভয় দেখিয়ে তৃণমূল দলে টেনেছে। তবে তাতে চিঁড়ে বিশেষ ভেজেনি। অমিত শাহ-র নিজস্ব টিমও এই ব্যাপারে অনুসন্ধান করে।
বর্ষার মরশুমে জুন মাসের শেষে এই নিয়ে সম্ভবত আরেকবার গরম হতে চলেছে রাজ্য বিজেপির অন্দরমহল।