নিজস্ব সংবাদদাতা :
পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে এবার মোবাইল যোগা ইউনিট খুলতে চলেছে ভারত সেবাশ্রম সংঘ।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের উদ্যোগে এ রাজ্যে যে সব জায়গায় যোগা সেন্টার নেই সেখানে এই মোবাইল যোগা ইউনিট গিয়ে সাধারন মানুষকে যোগ প্রশিক্ষন দেবে। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, সঙ্ঘের সন্নাসী স্বামী সংঘাত্মানন্দ মহারাজ। তিনি বলেন,কেন্দ্র সরকারের উদ্যোগে ২১ জুন বিশ্ব যোগ দিবস পালন করা হয়। রাজ্য সরকারের উদ্যগেও যোগ নিয়ে নানা কর্মকান্ড চলছে। ভারত সেবাশ্রম সঙ্ঘ আনেক আগে থেকেই যোগ প্রশিক্ষন দিয়ে আসছে। সারা রাজ্য জুড়ে সঙ্ঘের উদ্যোগে সঙ্ঘের সাখা কেন্দ্র ও হিন্দু মিলন মন্দির গুলিতে কয়েকশো যোগ কেন্দ্র খোলা হয়েছে।কিন্তু সুন্দরবন ও পাহাড়ে এখনও বেশ কিছু এলাকা আছে যেখানে স্থায়ী
যোগ কেন্দ্র তৈরি করা যায়নি। সেই সব জায়গায় ও অন্য জেলার দুর্গম এলাকাতেও এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের মোবাইল মেডিক্যাল ইউনিটের পাশাপাশি মোবাইল যোগা ইউনিট পোঁছে গিয়ে সাধারন মানুষকে যোগ প্রশিক্ষন দেবে। তিনি বলেন,সঙ্ঘের কয়েক শো শাখা থেকে কয়েক হাজার যোগা ছাত্র ছাত্রী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যোগাসন চ্যাম্পিয়ানশিপে অংশ নিচ্ছেন ২৩ ও ২৪ শে ডিসেম্বর। এর পাশাপাশি ডায়মন্ড হারবারে একটি যোগা ও ন্যাচারপ্যাথি চিকিতসাকেন্দ্র ও উত্তরবঙ্গে যোগা ক্যাম্প খুলতে চলেছে সঙ্ঘ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan