নিজস্ব সংবাদদাতা
অপারেশনের পর থেকেই পেটে ব্যাথা করছিল বারাণসীর রানি দ্বিবেদীর। ফের হাসপাতালে নিয়ে গেলে আল্ট্রা সনোগ্রাফি করে তাজ্জব হয়ে যান চিকিৎসকেরা। দেখা যায় পেটের মধ্যেই দুটি সিরিঞ্জ রয়ে গিয়েছে। পরে আবারও এক্স- রে করে দেখা যায় আরও তিনটি সিরিঞ্জ রয়েছে রানির পেটে। মাস দুয়েক আগে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার করান রানি। তারপর থেকেই সমস্যার শুরু। তবে ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের এই নমুনা নতুন নয় রানির কাছে। ২০১৩ সালে সিজারিয়ান ডেলিভারির পর তাঁর পেটে তুলো ও গজ রেখে দিয়েছিলেন চিকিৎসকেরা। ঘটনার এফআইআর না করলেও সিএমও তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan